রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহর সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬০ টাকা।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় পরে জানানো হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ৫০০ আসন শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।