এইচএসসি শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। জেলা শহরের স্কুল থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৪.৪ এবং অন্যান্য বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৪.২ পেতে হবে। আর জেলা শহরের বাইরে হলে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৪.২ এবং অন্যান্য বিভাগ থেকে নূ্যনতম জিপিএ ৪.০ পেতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের মাসে ৯৫০ টাকা করে ঋণ দেওয়া হবে। এ ছাড়া বই-পুস্তক বাবদ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের বছরে ৭০০ টাকা এবং বাণিজ্য বা মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের বছরে ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
আবেদন করতে হবে ফাউন্ডেশনের ঠিকানায় (হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ৭/১৯ (তৃতীয় তলা), ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা)। আবেদনপত্র পাওয়া যাবে ফাউন্ডেশন অফিস ও ওয়েবসাইটে (www.hdfbd.wordpress.com)। আবেদনের শেষ সময় ১৪ আগস্ট।