৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার এ আসন বিন্যাস প্রকাশ করা হয়। উল্লেখ্য আগামী ১ জুন ছয় বিভাগের ১৪২টি কেন্দ্রে একযোগে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।” সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে বই, ব্যাগ ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্রপাতি সম্পূর্ণ নিষিদ্ধ।
ঢাকায় ৮৪, রাজশাহীতে ২৭, চট্টগ্রাম ১১, খুলনা ১০, বরিশাল চার ও সিলেটের ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে জানা গেছে।
আসন বিন্যাস দেখতে ক্লিক করুন