ক্যারিয়ার বিষয়ে লিখে পুরস্কার জিতুন

প্রিয় পাঠক,
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন। ক্যারিয়ার ইনটেলিজেন্সে পাঠকদের অংশগ্রহণ বাড়াতে আমরা শুরু করেছি নতুন একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আওতায় যে কোনো পাঠক ক্যারিয়ার ইনটেলিজেন্সে লিখতে পারবেন। প্রকাশিত লেখা থেকে প্রতি সপ্তাহে একটি লেখাকে শ্রেষ্ঠ লেখা ঘোষণা করা হবে এবং লেখক পাবেন ১০০ (একশ’) টাকার মোবাইল রিচার্জ। পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।
– সম্পাদক

নিয়মাবলী
* শনিবার থেকে শুক্রবারকে সপ্তাহ বিবেচনা করা হবে।
* একজন একাধিক লেখা দিতে পারবেন। লেখা অবশ্যই ক্যারিয়ার বিষয়ে এবং ম্যাগাজিনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
* কোনো সপ্তাহে অন্তত ৭টি প্রকাশযোগ্য লেখা না পেলে সে সপ্তাহে পুরস্কার দেয়া হবে না।
* পুরস্কারপ্রাপ্তদের তালিকা ছবিসহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* লেখা মৌলিক অথবা অনুবাদ যে কোনো ধরনের হতে পারে।
* লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। তবে লেখার মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ শব্দ ইংরেজি বা অন্য ভাষার ব্যবহার করা যাবে।
* লেখার সাথে নিজের পরিচয়, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
* লেখা নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। বিজয় কিংবা অভ্রতে লেখা যাবে।
* যে কোনো বিষয়ে জানতে ০১৯৪৮-২২৬০৬১ নম্বরে (সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।

তাহলে আর দেরি কেন? আজই পাঠিয়ে দিন আপনার লেখাটি।

আমাদের ইমেইল ঠিকানা- [email protected]

1 thought on “ক্যারিয়ার বিষয়ে লিখে পুরস্কার জিতুন”

Comments are closed.

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top