অনেকেই লেখালেখি করতে চান। কিন্তু কিভাবে লিখবে বুঝতে পারেন না। আবার লিখলেও লেখা সুন্দর হয় না। তাদের জন্য কিছু পরামর্শ।
* ছোট ছোট বাক্যে লেখা।
* কঠিন শব্দ ব্যবহার না করা।
* সম্ভব হলে পয়েন্ট আকারে লেখা।
* এক প্যারায় তিন চার বাক্যের বেশি না লেখা।
* যতদূর সম্ভব কম শব্দে লেখার চেষ্টা করা। যাকে বলা যায় শব্দ সাশ্রয় নীতি।
* লেখার ক্ষেত্রে আপনার ভালোলাগার বিষয়টা টপিক হিসেবে সিলেক্ট করা।
* প্রতিদিন কিছুনা কিছু লেখা। ফেসবুকে স্ট্যাটাস হলেও।
* স্ট্যাটাস লিখুন, তারপরে দেখুন সেখানে কোন শব্দটা বাদ দিলেও আপনার অর্থ ক্লিয়ার থাকে। বাছাই করে সেই শব্দ টা বাদ দিয়ে দিন।
* এভাবে কিছুদিন প্রাকটিস করলে অনেক সুন্দর লিখতে পারবেন আশা করি।
বিস্তারিত দেখুন ভিডিওতে…