বিসিএস পরীক্ষায় শর্টকাট সাজেশন বলে কিছু নেই। কিন্তু যখন হাতে কম সময় থাকে তখন কি করা উচিত?
তখন কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে সেগুলো আগে ভালো মতো পড়া উচিত। আরেকটা বিষয় হলো কোন বই থেকে পড়বেন। বাজারে অনেক রকম বই আছে কিন্তু সব প্রকাশনীর সব বইতে যে সব তথ্য ভালো দেয়া আছে সেটা কিন্তু না। আমি কিছু বইয়ের নাম বলছি আপনারা মিলিয়ে নিতে পারেন।
১) বিগত সালের সব প্রশ্ন (১০-৩৫ তম বিসিএস) +পিএসসির অন্যান্য একই রকম জবের প্রশ্ন। (প্রফেসর জব সলুউশন)
২) বাংলা:
নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ, MP3 বাংলা/ সৌমিত্র স্যার এর বিসিএস প্রিলিমিনারি বাংলা বই
৩) গনিত: ৭/৮/৯ ম শ্রেণির ছোট অংক গুলি।
৪) ইংরেজী: Competitive Exam বই থেকে দেখতে পারেন।
৫) বিজ্ঞান: ওরাকলের বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান
৬) ৭/৮/৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভালো করে পড়বেন।
৭) ৭/৮/৯ম শ্রেণির কৃষি শিক্ষা বইয়ের অনুশীলনীর অবেজেক্টিভগুলি।
৮) সাধারণ জ্ঞান: আজকের বিশ্ব
৯) ২ টা পত্রিকার হেড লাইন।
চেয়ার টেবিলের সাথে লেগে থাকুন। যারা বাড়িতে থাকেন মাঝে মাঝে শব্দ করে পড়ুন। লিখে লিখে মানে দাগাদাগি করে পড়ুন। ফেসবুক/ফোন/আড্ডা কমিয়ে সেই সময় টুকু ঘুমান। ৫/৬ ঘণ্টা ফ্রেশ ঘুম অবশ্যই দরকার। পানি ও ফল বেশি খাবেন। বেশিক্ষণ পড়ার টেবিলে কষ্ট হলে হেটে হেটে পড়তে পারেন।
আর একটা কথা, চারটা অপশন দেখে উত্তর করা বাদ দিয়ে এক কথায় উত্তর দিতে পারবেন এভাবে মুখস্ত করবেন। এতে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কমবে।
Md Rezaul Karim
৩৪ তম বিসিএস ক্যাডার