ক্যারিয়ার ইনটেলিজেন্স : ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই পদটিকে বিশেষ গুরুত্ব দেয় ব্যাংকটি। তরুণদের জন্য এটি ভালো একটি সুযোগ। শুরুতেই বেতন হবে ৬০ হাজার টাকা। এছাড়া শিক্ষানবিশ শেষে চাকরি স্থায়ী হলে বেতন হবে ৮৫ হাজার টাকা।
যোগ্যতা: এই পদে চাকরির আবেদন করতে হলে প্রার্থীকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে ৪ এর মধ্যে অথবা ৪ থাকতে হবে ৫ এর মধ্যে। বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। ৩১ মার্চের মধ্যে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর।
এই পদে আবেদন করা প্রার্থীদের বাছাই করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে বাছাই করা প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০১৯।
বিস্তারিত জানা যাবে: https://www. mutualtrustbank. com/career/-এই ঠিকানায়।