সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে নিয়োগের জন্য বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোন পদে কত জন : বিজ্ঞপ্তি অনুযায়ী, বাদ্যযন্ত্রী পদে ৯ জন, প্রযোজনা সহযোগী/প্রযোজনা সহকারী পদে ৯ জন, টেলিভিশন টেকনিশিয়ান পদে ৮ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন, বিজ্ঞাপন সহকারী পদে ২ জন, ওয়াড্রোব সহকারী পদে ১ জন, প্রোপার্টি সহকারী পদে ১ জন, লাইসেন্স পরিদর্শক পদে ৫ জন, হিসাব সহকারী পদে ২ জন, টেলিপ্রিন্টার অপারেটর পদে ২ জন, প্রজেক্টর অপারেটর পদে ২ জন, নিরাপত্তা পরিদর্শক পদে ১ জন, ডেভেলপার পদে ১ জন, স্টোর কিপার পদে ১ জন, জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান/টাওয়ার টেকনিশিয়ান পদে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, গাড়িচালক পদে ৬ জন, ক্যাশিয়ার পদে ৫ জন, লাইটিং সহকারী পদে ৪ জন, টেলিফোন অপারেটর পদে ৩ জন, ট্রান্সমিশন টাইপিস্ট পদে ১ জন, সহকারী মহিলা রূপকার পদে ১ জন, ইলেকট্রিশিয়ান পদে ১ জন, পাম্প অপারেটর পদে ১ জন, মঞ্চ সহায়ক পদে ১ জন, অফিস সহায়ক পদে ১৫ জন, পরিচ্ছনতা কর্মী পদে ৬ জন, নিরাপত্তা প্রহরী পদে ৫ জন, ইকুইপমেন্ট ক্লিনার পদে ৪ জন এবং মালি পদে ১ জনসহ মোট ১১৫ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা : বাংলাদেশ টেলিভিশনে এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী/ট্রেড কোর্স থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। পদভেদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ১২ জুন, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া : পদগুলোতে আবেদন করতে হলে প্রার্থীদের জনপ্রশাসন কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমটি বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্ব-হস্তে নির্ভুল ও স্পষ্টভাবে পূরণ করে স্বাক্ষরসহ সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) পদভেদে ৫০ টাকা ও ১০০ টাকা হারে ১-৩৩৫৩-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও প্রার্থীর নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন করতে পারবেন : শুধু বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীদের আবেদন আগামী ১২ জুন, ২০১৭ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), বাংলাদেশ টেলিভিশন, প্রধান কার্যালয়, সদর দফতর ভবন, রামপুরা, ঢাকা ১২১৯ ঠিকানায় সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে।
বাছাই প্রক্রিয়া : প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বেতন ভাতা : চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাবেন। এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তরা পদভেদে ৮ হাজার ২৫০ থেকে ১১ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।