জনতা ব্যাংকের দুটি পদে আবেদনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা জানান, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) পদে আবেদন শুরু হবে ৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার, পল্লী ঋণ (এইও-পল্লী ঋণ) পদে ১০ মে থেকে ০১ জুন পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জনতা ব্যাংক বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। এই ব্যাংকটি স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও তার অঙ্গ-প্রতিষ্ঠান নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়। ১১০ মতিঝিলে ২৪ তলা উঁচু জনতা ব্যাংক ভবনে জনতা ব্যাংক লিমিটেডের বর্তমান প্রধান কার্যালয় অবস্থিত।