কৃষি উন্নয়ন করপোরেশনে নিয়োগ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

পদের নাম: উপসহকারী পরিচালক।

পদের সংখ্যা: ৬৫।

যোগ্যতা: কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বয়স: ৯ জুন ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরমে সচিব, বিএডিসি, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা বিএডিসির ওয়েবসাইট www.badc.gov এ পাওয়া যাবে। আবেদনপত্র সচিব, বিএডিসি, কৃষি ভবন (১১ তলা), ৪৯-৫১ দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি ৫-৫ সেমি সাইজের ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত কপি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অনুকূলে সোনালী ব্যাংক, কৃষি ভবন শাখা, ঢাকার বরাবরে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০১৬।

সূত্র: ২১ মে ডেইলি স্টার পৃ. ১৩।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top