জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে মোট ৬৫৭টি কলেজে পাঁচ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করে। ৩০টি বিষয়ে মোট তিন লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়।

অর্থাৎ প্রথম মেধা তালিকায় মোট আসনের ৭০ দশমিক ২২ ভাগ শিক্ষার্থী স্থান পেয়েছে। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে অবশ্যই ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তি রেজাল্ট জানতে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no) টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) পাওয়া যাবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top