কর্মক্ষেত্রে হতাশা কাটাতে যা করবেন

কর্মক্ষেত্রে নিজেকেই স্বাচ্ছন্দ্যের পরিবেশ তৈরি করে নিতে হয়। তবে তারপরও নানা কারণে হতাশা ভর করতে পারে আপনার মনে। হতাশার কারণ অনুসন্ধান করে সমস্যা সমাধান করে এ পরিস্থিতি কাটানো যায়।কর্মক্ষেত্রে হতাশা নিজের কাজ আর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দেয়। নিজের ব্যক্তিত্ব আর ইতিবাচক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে হতাশা আর বিষণ্নতা কাটাতে পারি আমরা।

কর্মক্ষেত্রে যা করবেন

  • যে কারণে হতাশা তার কারণ বের করুন। তা সমাধানের চেষ্টা করুন।
  • বেতন-ভাতা কিংবা পদোন্নতিসংশ্লিষ্ট বিষয়ে হতাশ হলে ঊর্ধ্বতন কর্তাকে জানানোই বুদ্ধিমানের কাজ।
  • দীর্ঘদিন মনের মধ্যে কোনো হতাশা থাকলে তা কাজের ওপর প্রভাব ফেলে। এ ক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করুন।
  • সহকর্মীর সাথে সম্পর্কজনিত কারণে হতাশায় ভুগলে বন্ধুত্ব আর ইতিবাচক আচরণের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করে তুলুন।
  • সহকর্মী আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুললে কর্মক্ষেত্রে হতাশা বা বিষণ্নতার পরিবেশই তৈরি হয় না।
  • হতাশা কাটাতে কোথাও থেকে বেড়িয়ে আসুন।

stress-work

  • একঘেয়ে কাজে হতাশা জন্মায়। সে ক্ষেত্রে মাঝেমধ্যে অফিসে নতুন কোনো কাজ করে দেখতে পারেন।
  • ছুটির দিনগুলো বাড়িতে কিংবা সামাজিক কোনো সংগঠনে নিজেকে যুক্ত করে নতুন নতুন বন্ধুত্ব তৈরি করুন। এতে হতাশা অনেকাংশে কাটবে বলে আশা করা যায়।
  • প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নিন।

যা করবেন না

  • হতাশা কারণে মানুষ অনেক ক্ষেত্রে অভিযোগপ্রবণ হয়ে ওঠে। কর্মক্ষেত্রে অযথা অন্যের বিরুদ্ধে অভিযোগ করা থেকে বিরত থাকুন।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো নেতিবাচক মন্তব্য করবেন না। এতে পেশায় ক্ষতি হতে পারে।
  • সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তাদের সাথে রাগারাগি কিংবা কটু কথা বলা থেকে বিরত থাকুন।
  • কর্মক্ষেত্রে অযথা রাগারাগি কিংবা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবেন না।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top