কবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) ভিসির কনফারেন্স কক্ষে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সংগঠন অটই ’র স্ট্যান্ডিং কমিটির ২৪৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন সভাপতিত্ব করেন। সভায় দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এই সভায় বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা ও আনুসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখঃ

প্রকৌশল বিশ্ববিদ্যালয়

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১০ বা ১৭ অক্টোবর
  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১ অক্টোবর
  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪ নভেম্বর
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ নভেম্বর
  • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ২০ অথবা ২৭ নভেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয়

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৪ নভেম্বর
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ৫ ডিসেম্বর
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ১৮ ডিসেম্বর
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৮ নভেম্বর
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৭ নভেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ নভেম্বর
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ১৪ নভেম্বর
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ২৭ ও ২৮ নভেম্বর
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ও ১৪ ডিসেম্বর
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর

অন্যান্য বিশ্ববিদ্যালয়

  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ২৩,২৪,৩০ ও ৩১ অক্টোবর
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ৪ ও ৫ ডিসেম্বর
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ৯,১০,১৬,১৭,৩০ অক্টোবর ও ৬ নভেম্বর
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় পরে দিন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ থেকে ১২ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১ থেকে ৯ নভেম্বর
  • ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ১৫ থেকে ১৯ নভেম্বর
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ৯-১২ নভেম্বর
  • বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ ও ২৮ নভেম্বর
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৪,৫ ও ৬ ডিসেম্বর
  • খুলনা বিশ্ববিদ্যালয়, ১১ ও ১২ ডিসেম্বর
  • জাতীয় বিশ্ববিদ্যালয, ১ অক্টোবর

সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান, জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাবি উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জবি উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, রাবি উপাচার্য প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top