ইবিতে ভর্তির আবেদন ১৩ সেপ্টেম্বর থেকে

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যলয়ে (ইবি) অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ১৩ সেপ্টেম্বর শুরু হবে। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

তিনি জানান, ভর্তি ফরমের মূল্য এ বছর ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর প্রত্যেক ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৪০০ থাকলেও এ বছর তা বৃদ্ধি করে ৪৫০ টাকা করা হয়েছে।
এ ছাড়াও ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ও টেলিটক সিমে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন ফরম করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top