প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

teachingসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফল করা হয়েছে।এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ২৩৩ জন।

প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বাকি ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর মৌখিক পরীক্ষা এবং পাঁচ নম্বর একাডেমিক অর্থাৎ প্রার্থীর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।

সহকারী শিক্ষক পদে দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) ১৪ হাজার ৮৫৮ জনকে নিয়োগের জন্য গত বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  ওই পরীক্ষায় গত ১২ এপ্রিল ৯ লাখ ৩২ হাজার ৫২৩ জন প্রার্থী ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় অংশ নেন।

প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাচ্ছে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top