রাবিতে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার মোবাইল ফোন অপটারেটর টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

সব বিভাগে আবেদনের যোগ্যতা গতবারের চেয়ে জিপিএ দশমিক ৫ বাড়ানো হয়েছে।

গত ১০ অগাস্ট কমিটির অন্য এক সভায় সিদ্ধান্ত হয় ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৮ দশমিক ৫, মানবিকে ৭ দশমিক ৫ এবং বাণিজ্যে ৮ নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ইউনিটের মৌলিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এর সঙ্গে প্রতিটি বিভাগের জন্য পৃথক ৭৫ টাকা যোগ করা হবে। এছাড়া মোট মূল্যের সঙ্গে শতকরা ১০ ভাগ সার্ভিস চার্জ কাটবে মোবাইল ফোন কোম্পানি।

গত বছরের চেয়ে এবার তিনটি ইউনিট কমিয়ে ১৪টি (ক্লাস্টার) করা হয়েছে।

সি-১ ও সি-২ ইউনিটকে নিয়ে সি, ই-১ ও ই-২ ইউনিটকে নিয়ে ই এবং এফ-৩ ইউনিটকে এফ-২ ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়।

আবেদনকারীকে টেলিটক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে বড় হাতের অক্ষরে আরইউ লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর (বড় হাতের) লিখতে হবে। এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার পাশের সাল লিখতে হবে। এরপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, এরপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার পাশের সাল, এরপর গুচ্ছের নাম লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ- RU(space)RAJ(space)123456(space)2010(space)RAJ(space)789234(space)2008(space)A1

এরপর আবেদনকারীকে ফিরতি এসএমএসের মাধ্যমে একটি পিন কোড দেওয়া হবে।

পিন কোড পাওয়ার পর মেসেজ অপশনে গিয়ে আবার আরইউ লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে ওই পিন কোড লিখে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে পরীক্ষার্থীকে তার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।

তবে এ সময় মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

নির্দিষ্ট দিনের পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের পাশাপাশি দুটি ফটোকপি ও একটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top